• Youtube
  • google+
  • twitter
  • facebook

আমির চাইলেই বিয়ে হবে সালমানের!

বরিশাল টাইমস রিপোর্ট1:45 pm, March 14, 2016

বলিউডের বর্তমান সময়ের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। বয়স পঞ্চাশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এই অভিনেতা। তবে অভিনেতা আমির খান মনে করেন, তিনি ভালোভাবে চেষ্টা করলেই বিয়ে করবেন সালমান খান।

জন্মদিনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন আমির খান। এ সময় বন্ধু সালমান খানের বিয়ে নিয়েও প্রশ্নের মুখোমুখি হন এ অভিনেতা। সালমান খানকে বিয়ে করতে বলবেন কিনা, এমন প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘আমি এখনো এ বিষয়ে (সালমানের বিয়ে) জোরালোভাবে সালমানকে কিছু বলিনি। তবে চেষ্টা করলে অবশ্যই সফল হব।’

সুলতান সিনেমায় একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। সিনেমাটির জন্যও শুভ কামনা করেছেন আমির।

আমির খান বর্তমানে ব্যস্ত রয়েছেন দাঙ্গাল সিনেমার শুটিং নিয়ে। এ সিনেমায় ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেতা। চলতি বছর বড়দিনে সিনেমাটি মুক্তি পাবে।লাইভটপ