• Youtube
  • google+
  • twitter
  • facebook

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে জনতার ঢল

বরিশাল টাইমস রিপোর্ট7:04 pm, March 24, 2018

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২৪ মার্চ) বেলা ১২টায় সুগন্ধা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

সুগন্ধা নদীর সূতালড়ী পয়েন্ট থেকে নৌকা বাইচ শুরু হয়ে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার দল প্রথম হয়। দ্বিতীয় স্থান অর্জন করে ঝালকাঠি পৌরসভা দল।

এসময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ নদীর দুই তীরে সমবেত হয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালি।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠির জেলা প্রশাসন এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।’লাইভটপ