• Youtube
  • google+
  • twitter
  • facebook

দেড় বছরেই জিমে অনন্ত জলিল পুত্রের

বরিশাল টাইমস রিপোর্ট12:54 pm, March 14, 2016

এখনও দেড় বছরে পা দেয়নি অনন্ত পুত্র আরিজ। তাতে কী, প্রতিদিন সুপারস্টার বাবার সঙ্গে জিমে তার অবশ্যই জিমে যাওয়া চাই। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একমাত্র সন্তানের ব্যায়ামরত ছবি প্রকাশ করে সেই খবরই জানালেন অনন্ত জলিল।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে পুত্র আরিজের একটি ছবি প্রকাশ করেছেন অনন্ত। তাতে দেখা যায়, জিমের রিং ধরে ঝুলে আছে সে। ছবির উপরে লেখা, ‘আমার সন্তান প্রতিদিন, আমার সঙ্গে জিমে আসে’।

নিজের বডিফিটনেস নিয়ে খুবই সচেতন অনন্ত জলিল। একারণে নানা নিয়ম কানুনের পাশাপাশি প্রতিদিন জিমে গিয়ে ব্যায়ামও করেন। এসময় তার সঙ্গেী হয় পুত্র আরিজ।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে জন্ম নেয় অনন্ত-বর্ষা জুটির প্রথম সন্তান আরিজ।লাইভটপ