• Youtube
  • google+
  • twitter
  • facebook

নদী রক্ষা দিবসে বরিশালে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট12:00 pm, March 14, 2016

বরিশাল: কীর্তনখোলা নদীসহ সব নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধ এবং সমন্বিত নদী ব্যবহার পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ)  সকাল ১০টায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে সম্মিলিত উদযাপন পর্ষদ কীর্তনখোলা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, এক সময় বরিশাল নগরীতে ২২টি খাল বহমান থাকলেও বর্তমানে মাত্র দু’টি খাল বহমান রয়েছে। এ খাল দু’টিও অবৈধ দখলদারের কবলে হারিয়ে যাওয়ার অপেক্ষায়।

৮২ জন দখলদারের কবলে নগরীর অন্যতম জেল খাল এখন ভাগাড়ে পরিণত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাতাস বিষিয়ে উঠছে। আর কীর্তনখোলা নদী দখল করে স্থাপনা তৈরি করেছে ৩০৬ জন।

বিআইডব্লিউটিএ এই দখলদারদের চিহ্নিত করলেও বছরের পর বছর পার হলেও এদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিচ্ছেনা।

এসময় তিনি দখলদারদের বিরুদ্ধে অচিরেই প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচি উদযাপন পর্ষদের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পিপিও’র নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আঞ্চলিক ম্যানেজার লিংকন বায়েন, ম্যাপে’র নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যরা।লাইভটপ