• Youtube
  • google+
  • twitter
  • facebook

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

বরিশাল টাইমস রিপোর্ট7:33 pm, March 27, 2018

পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী সেতু এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে পিরোজপুর-হুলারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন পিরোজপুর পৌরসভার কুমারখালী মহল্লার সোহাগ শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে দুই বছরের মেয়ে সোহাগীকে নিয়ে বড় খলিশাখালী এলাকায় ননদ মালা বেগমের বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন শারমিন। পথে বড় খলিশাখালী সেতুর কাছে একটি ইজিবাইকে ওঠার সময় সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন এ অবস্থায় শারমিনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসাপতালের চিকিৎসক শাকিল সরোয়ার বরিশালটাইমসকে জানান, হাসাপাতালে আনার পথেই শারমিনের মৃত্যু হয়।

স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও চালক আগেই পালিয়ে গেছেন।’লাইভটপ