• Youtube
  • google+
  • twitter
  • facebook

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ বিট অফিসার এসআই মিজানুর রহমান

বরিশাল টাইমস রিপোর্ট12:08 am, March 28, 2018

বিট পুলিশিং, কমিউনিটি পু্লিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার জন্য ঝালকাঠি জেলার নলছিটি থানার এসআই (নি.) মো. মিজানুর রহমানকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ বিট অফিসার পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) উত্তম কাজের জন্য মিজানুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন- বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপাররা।লাইভটপ